বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

তেতুলিয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যু আহত -১

তেতুলিয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যু
আহত -১

 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বালুবাহী ট্রাক্টরচাপায় হাসান (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের চালক সিয়াম (১৫)।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত হাসান একই উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজির হোসেন জানান , মোটরসাইকেলটি চালাচ্ছিল সিয়াম। সঙ্গে আরোহী হিসেবে ছিলেন হাসান। তারা মোটরসাইকেলে ভজনপুর থেকে গোলাব্দিগছ গ্রামে গিয়ে রাস্তায় মোড় নেয়ার সময় বালুবাহী ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এসময় রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরটি চাপা দেয় হাসানকে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পরেই স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn