বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস

তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস

 

টানা তিনদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের মাঝামাঝি সময়ে এসে এ অবস্থা বিরাজ করছে জেলাজুড়ে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল বেলা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের।

এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তা শনিবার (৪ জানুয়ারি) বেড়ে ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড হয় বলে জানায় আবহাওয়া অফিস।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস অব্যাহত থাকায় জেলাজুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে।

ফলে এ সময় ঘরের বাইরে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে। তবে সূর্যের মুখ দেখা দেওয়ার পর খানিকটা স্বস্তি ফিরতে দেখা গেছে মানুষের মাঝে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা তিনদিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল। একই সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn