
তৃতীয় তম বর্ষের, বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫, নিয়ে একটি সাংবাদিক সম্মেলন
আজ ১৪ই ফেব্রুয়ারী শুক্রবার, ঠিক সন্ধ্যা ছটায়, রেজেন্টা হোটেলের কনফারেন্স রুমে, বাংলা আবার সামাজিক সংগঠন ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায়, তৃতীয় তম বর্ষের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর একটি সাংবাদিক সম্মেলন করলেন। এই সম্মেলনের মাধ্যমে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশ্য কী তাহা তুলে ধরলেন মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দরা।
মঞ্চে উপস্থিত ছিলেন, বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক শ্রী কাঞ্চন ব্যানার্জি, সভাপতি শ্রীমতি হৈমন্তী ব্যানার্জি, ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর স্মিত সংঘমিত্রা চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী প্রীতম সরকার, ইভেন্ট ইনচার্জ শ্রী সৌম্যজিৎ গাঙ্গুলী, বিশিষ্ট সুরকার মোল্লার ঘোষ, অভিনেত্রী ও সংগীতশিল্পী মল্লিকা ঘোষ, অভিনেতা অনিন্দ্য পূলক ব্যানার্জি, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সৌগত ভট্টাচার্য, প্রযোজক বর্ণালী ম্যাডাম, কৌশিক সেনগুপ্ত সহ অন্যান্যরা।
এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ১৫ ফেব্রুয়ারী থেকে ১৮ই ফেব্রুয়ারী, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের দুটি অডিটোরিয়ামে, একটিতে মূল দশটি সিনেমা বিভিন্ন দেশের দেখানো হবে এবং অন্যটিতে ছোট ছোট ২৫ টি শর্ট ফিল্ম দেখানো হবে, এই উৎসবকে ঘিরেই একটি পোস্টারও আজ লঞ্চ করা হয়েছে। এই সিনেমাগুলির মধ্যে থাকছে, বিভিন্ন হিন্দি,ভোজপুরি ,মারাঠি ওড়িয়া এবং বাংলাদেশের একটি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র। উদ্বোধনীতে থাকছে ছবি স্বাধীন বীর সাভারকর ।
বিশিষ্ট পরিচালক শ্রীকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, দেবকুমার বসু অভিনেতা শ্রী, মনোজ মিত্র ও শ্রীকে শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানাবেন এবং তপন সিনহা কেও একইভাবে শ্রদ্ধা জানাবেন। এর সাথে সাথে থাকছে কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান যাদের মধ্যে রয়েছে বিখ্যাত ব্যান্ড এবং সংগীত শিল্পীদের পরিবেশনা। ফিল্ম ফেস্টিভ্যালে সম্মান জানাবেন বিশিষ্ট পরিচালক স্বপন সাহা মহাশয়কে। শুধু তাই নয়, ফিল্ম ফেস্টিভ্যাল এর সাথে সাথে প্রতি বছরের ন্যায় এ বছরও কয়েকজনের বিশিষ্ট জনের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন বলে জানান।
এই চলচ্চিত্র উৎসবের মূল উদ্দেশ্য হলো, প্রশংসনীয় চলচ্চিত্র গুলিকে লাইম লাইটে নিয়ে আসা এবং আমাদের সম্মানিত প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাতে সহায়তা করা। বিভিন্ন ঘরানার এবং ভাষার চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী উপস্থিতি তুলে ধরবে এবং আমাদের একচেটিয়া দর্শকদের চলচ্চিত্রের প্রতি তাদের আগ্রহ পূরণ করতে তাদের প্রদর্শন করবে। আমরা দশটি ফিচার ফিল্ম এবং ২৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করছি। এবং ছবিগুলো দেখে নিশ্চয়ই দর্শকদের মন জয় করবে আশা রাখি।
কথার মধ্য দিয়ে তাহারা বলেন, আমরা কোন রং নিয়ে এইসব করছি না, আমরা তেরঙ্গা কে বেছে নিয়েছি এই উৎসবে, আরো বলেন দিনের পর দিন যেভাবে বাংলা চলচ্চিত্র হারিয়ে যেতে বসেছে, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলা সিনেমা একদম কমতে কমতে পঁচিশ থেকে ৩০ টিতে এসে পড়েছে, যেখানে ২০২১ সালে বাংলা সিনেমা তৈরি হয়েছিল 142 টি। ২০২৪ এ নেমে সেটি হয়েছে ২৫ থেকে ৩০ টি, বিভিন্ন দেশকে নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল হলেও বাংলা সিনেমা সেই ভাবে তৈরি হচ্ছে না। তাই আমরা ক্ষুদ্র সংস্থার মধ্য দিয়ে কিছু বিভিন্ন ভাষার সিনেমা তুলে ধরার চেষ্টা করছি, এবং যাতে পুনরায় দর্শকরা বাংলা ছবিতে আকৃষ্ট হয় এবং ইন্ডাস্ট্রিজ নতুন নতুন ছবি তৈরি করতে পারেন তাহার প্রচেষ্টা যেন সার্থক করতে পারি, সাংবাদিক বন্ধুরাও যেন আমাদের পাশে থেকে উৎসবকে মানুষের সামনে তুলে ধরতে পারেন এই কামনাই করবো। এবং আমরা এই ফিল্ম ফেস্টিভাল সম্পূর্ণ ফ্রিতে করছি।, সমস্ত সিনেমাপ্রেমী ও দর্শকদের দেখার সুযোগ থাকছে। কোনরকম পয়সা লাগছে না।