গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত হলেন মো. হৃদয় শেখ (২৪) তিনি শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আকবর আলীর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৮) একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ও আনোয়ার হোসেন (২৮) একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি শ্রীপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. হৃদয় শেখ, জেলা ছাত্রলীগের কর্মী সিহাব হোসেন ও আনোয়ার হোসেনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।