
রাউজানে উপাসিকার মৃত্যু
…………………………………..
রাউজান থানাধীন বিনাজুরি নিবাসী ব্যাংকার প্রয়াত লোকনাথ বড়ুয়া সহধর্মিণী শ্রীমতী সুনন্দা বড়ুয়া ম্যাক্স হাসপাতালে (৮৩ বছর) বয়সে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা ও বৌমা জামাতা নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তাঁর প্রথম অনিত্যসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ জিনবোধি মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির, নন্দবোধি ভিক্ষু,শীলব্রত ভিক্ষু ও নন্দবংশবোধি ভিক্ষুসহ পুণ্যর্থী উপাসক উপাসিকা জ্ঞাতী স্বজনগণ উপস্থিত থেকে প্রয়াতার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন।মঙ্গলবার (৮ আগস্ট) আবুরখীল দক্ষিণ ঢাকা খালি বাবার বাড়িতে প্রয়াত সুনন্দা বড়ুয়া’র শেষকৃত্য অনুষ্ঠান সম্পূর্ণ হবে।
পটিয়ায় উপাসকের মৃত্যু
…………………………………
পটিয়া উপজেলাধীন পাইরল গ্রামের প্রয়াত মোহনী রঞ্জন বড়ুয়া চৌধুরী ৩য় পুত্র পরিতোষ বড়ুয়া’র ৬৫ বছর বয়সে (৭ আগস্ট) তিনটায় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলে নিউটন বড়ুয়াকে দুনিয়াতে রেখে যান।
চন্দনাইশ উপাসিকার মৃত্যু
………………………………..
চন্দনাইশ উপজেলাধীন পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া গ্রামের প্রয়াত শরৎচন্দ্র বড়ুয়া’র সহধর্মিণী শ্রীমতী তৃপ্তি বড়ুযা (৭ আগস্ট) বিকেলে (৭৪)বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যায় প্রয়াত তৃপ্তি বড়ুযা’র অনিত্য সভা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অনুষ্ঠিত হয়েছে। প্রয়াতর পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করে।
শেষকৃত্য অনুষ্ঠান চট্টগ্রাম মহানগর চান্দগাঁও মহাশ্মশানে শেষ হয়। আগামী ১৩ তারিখ রবিবারে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।