শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

তালায় র‌্যাবের অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

তালায় র‌্যাবের অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার তালায় র‌্যাবের অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় তালা থানার আটারাই খাঁ পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কলারোয়ার হিজলদী গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে মোঃ আজগর সরদার (৪৫) এবং তালার আট্রাাই গ্রামের মো. আমজাদ হোসেন খানের স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৩৫)।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, ২৯ মে সাতক্ষীরা ক্যাম্প জানতে পারে, তালা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাবের একটি আভিযানিক দল তালা থানার আটারই (খাঁ পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ আজগর সরদার ও মোসাঃ হাসিনা বেগমকে আটক করা হয় এবং তাদের হেফাজত হতে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn