তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ ডিসেম্বর ) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। উপজেলা তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন কমিটির সদস্য সচিব – উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খুরশীদ আহমেদ বাবুল। সভায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের সার্বিক দিক নির্দেশনা তুলে ধরেন, উপজেলা নির্বাহী অফিসার।
এসময় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা আইসিটি অফিসার মোঃ ফারুক হোসেন, শিক্ষক, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনেে প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।