
তারুণ্যের উৎসব উপলক্ষে বড়দল কলেজিয়েট স্কুলের পরিছন্নতার মধ্য দিয়ে উদ্বোধন
বাংলাদেশকে বদলাই বিশ্বকে বদলাইএই প্রতিপাদ্যকে সামনে রেখে,তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে স্বাস্থ্য সচেতনা মূলক সেমিনার, ২৬ শে জুলাই উপলক্ষে ব্যানার ,পোস্টার প্রদর্শন। স্থানীয় সাহিত্য সংস্কৃতি বিষয়ক আলোচনা ।তারুন্য মেলা। পলিথিন, প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা এবংবিদ্যালয়ের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এই তারুণ্য উৎসবের কার্যক্রম উদ্বোধন করা হয় ।পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। তারণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দল আফতাব উদ্দিন কলেজেটি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাবলুর রহমান ,পবিত্র কুমার নন্দী ,মাওলানা হাফিজুর রহমান ,পুলকেশ কুমার মন্ডল, বিদ্যালয় ছাত্র-ছাত্রীবৃন্দ।