বুধবার - ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

তামিলনাড়ুতে ৩টি ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

তামিলনাড়ুতে ৩টি ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

 

ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে ৩টি ট্রাকের সংঘর্ষ। তাতে প্রাণ হারিয়েছেন ৪ জন। যে ৩টি ট্রাকের সংঘর্ষ হয়েছে, সেগুলির একটিতে ছিল গবাদি পশু। রবিবার (২৬ জানুয়ারি ) সকালে দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০টি গরু। মৃতদের ১ জনের পরিচয় এখন ও জানা যায়নি। বারগুর পুলিশের ডেপুটি সুপার পি মুথুকৃষ্ণন জানিয়েছেন, রবিবার (২৬ জানুয়ারি ) সকাল সাড়ে ৫টায় বারগুরের কাছে নিয়ন্ত্রণ হারান একটি পণ‍্যবাহী ট্রাকের চালক। ওই ট্রাকে ছিল পেঁয়াজ। সেই পেঁয়াজ নিয়ে মহারাষ্ট্র থেকে চেন্নাইয়ে যাচ্ছিল ট্রাকটি। পথে বারগুরের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। সেটি ধাক্কা দেয় অন‍্য একটি ট্রাকে। গরু বোঝাইকারী ওই ট্রাকটি অন্ধ্রপ্রদেশ থেকে কোয়েম্বত্তূর যাচ্ছিল। এরপরে কৃষ্ণগিরিগামী আরও একটি ট্রাকে ধাক্কা দেয় সেটি। পুলিশ সূত্রে প্রকাশ, পেঁয়াজ নিয়ে যে ট্রাকটি যাচ্ছিল, তার চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। ওই ব‍্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। গরু নিয়ে যাচ্ছিল যে ট্রাক তার চালক অরুলজ‍্যোতি এবং আর এক সওয়ারি মণিকান্ডনের ও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ওই ট্রাকে সওয়ার ৩ জন গুরুতর আহত হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতেরা সকলেই অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলার। দুর্ঘটনায় এস নারায়ণ নামে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn