
হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল। চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। যদিও তামিম বলেছেন, হুট করে সিদ্ধান্ত নেননি তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তামিম তার সিদ্ধান্তেই ছিলেন অটল।
Post Views: ১৩৮