রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তাড়াইলের দিগদাইড়ে ভূমিদুস্যর কবলে কৃষকদের জমি বিলীন, ডেকু দিয়ে অবৈধভাবে কাটছে জমি

তাড়াইলের দিগদাইড়ে ভূমিদুস্যর কবলে কৃষকদের জমি বিলীন, ডেকু দিয়ে অবৈধভাবে কাটছে জমি

 

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দিগদাইড়   ইউনিয়নের   বরুহা   গ্রামের ফরিদ উদ্দিন ভূইয়া, বাছির উদ্দিন ভূইয়া, আবু সাঈদ ভূইয়ার বিরুদ্ধে
অবৈধ ভাবে প্রকাশ্যে ২ ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানাগেছে, ফসলী জমির মাটিকাটা উৎসবে ২ ফসলী কৃষি জমি পরিনত হচ্ছে পুকুর-ডোবায়। দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত।

মাটি পরিবহনে ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে ইউনিয়ন ও গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ। আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায়। তাড়াইল উপজেলার দিগদাইড়  ইউনিয়নে বরুহা গ্রামের জয়রিবিলে মাঠুয়াতে ২টা ভেকু দিয়ে নিয়মিত এ মাটি কাটছে। ফলে অবৈধ মাহেন্দ্র চলাচলে ধুলার কুয়াশায় ডেকে গেছে গোটা এলাকা।

এ বিষয়ে তাড়াইল উপজেলা এসিলেন্ট বরাবর  কয়েকজন লিখিতভাবে অভিযোগ দায়ের করলেও কোন ফল হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বরুহা  গ্রাম থেকে তারাইল বাজার  পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় ধুলার কুয়াশায় ডেকে গেছে। এই রাস্তায় প্রতিদিন গড়ে ১ হাজার মাটির ট্রাক ও অবৈধ মাহেন্দ্র চলাচল করে। এলাকা ধুলা-বালুতে আচ্ছন্ন হয়, এতে করে যাতায়াতে নানা শ্রেণির মানুষের শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি হচ্ছে। ফলে বাড়ছে জনমনে ক্ষোভ।

এ অবস্থায় দিশেহারা ও অসহায় জীবন যাপন করছে সাধারণ মানুষ এবং স্বাস্থ্য হুমকির মুখে পরছে হজার হাজার মানুষের। এই গ্রামে দুটি প্রাইমারি স্কুল, দুইটি মাদ্রাসা, দুটো মক্তবখানা,দিগদাইড় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ও তাড়াইলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। সেই রাস্তা দিয়ে কয়েক শতাদিক ছাত্র ছাত্রী আসা যাওয়া করে,তাদের জীবন, অবৈধ ট্রাকের চলার জন্য হুমকি মুখে, অভিভাবকদের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn