
তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে , ১৩ তম বসন্ত উৎসব ২০২৫ পালিত
আজ ১০ই মার্চ সোমবার, পূর্ব মেদিনীপুর জেলার, তমলুক জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ১৩ তম বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো, তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে।
বিকেল থেকে রাত্রি পর্যন্ত চলে বসন্ত উৎসব, বসন্ত উৎসব উপলক্ষে চলে নাচ গান আবৃত্তি ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ৮ বছর থেকে ৮০ বছর পর্যন্ত সকলে মেতে উঠে নাচ গানে।
শুধু নাচ গানের মধ্য দিয়েই নয়, একে অপরকে রঙিন করে রাঙিয়ে দেয় আবীরে, এই দিনের অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিরাও উপস্থিত ছিলেন, তাহাদের কেউ আবীর মাখিয়ে বসন্ত উৎসবকে মুখরিত করে তুলেন,
বহু মানুষ দূর দুরান্ত থেকে এসে মাটির মধ্যে জমায়েতন, তাহারাও বসন্ত উৎসবে মেতে উঠেন, রঙিনে রঙিন হয়ে উঠে ফুটবল মাঠ, দেখেই বোঝা যায় বসন্ত এসে গেছে , আর তাহারি উৎসব শুধু তমলুক শহর জুড়ে নয় , সারা শহর জুড়েই শুরু হয়েছে। এমনকি বিভিন্ন সংস্থাও বসন্ত উৎসবের আয়োজন করে থাকেন, আমাদের তরফ থেকেও সকল শুভানুধ্যায়ীদের বসন্ত উৎসবের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই , অনুষ্ঠানকে আলোকিত করে রাখার জন্য।