বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঢাবি ছাত্রী উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে অপহরণ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দিপিতা চাকমাকে (২৫) সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সাজেক থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান হতে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে বুধবার বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতা চাকমা অপহরণ করা হয়েছিল।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বীপিতা চাকমা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে সে একই বিভাগের স্নাতকোত্তরে (মাস্টার্স) অধ্যয়নরত আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও দ্বীপিতার গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়। সে উপজেলার বাসিন্দা শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn