সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ঢাবিতে অপ্রীতিকর অবস্থায় ৬ শিক্ষার্থী আটক, পরে ছাত্রনেতা হস্তক্ষেপে মুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জল হলের পাশে অপ্রীতিকর অবস্থায় ৬ তরুণ-তরুণীকে আটক করেছে ঢাবি প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে ঢাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকারের হস্তক্ষেপে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা যায় নি।
গত ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে তাদের কলা ভবনের সামনে থেকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, সন্ধ্যার পর কার্জন হল এলাকায় নীরবতার নেমে আসে। এই সুযোগে অনেক তরুণ-তরুণী অশ্লীলতায় লিপ্ত হয়। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিমের সদস্যরা কার্জন হল এলাকায় অবস্থান নেয়। পরে অপ্রীতিকর অবস্থায় ৬ বহিরাগতকে আটক করা হয়।
প্রক্টরিয়াল টিমের সূত্র জানায়, অভিযানের নেতৃত্ব দিয়েছেন সহকারী প্রক্টর হাসান ফারুক। আটককৃতদের শাহবাগ থানায় নিয়ে অভিভাবকদের ডেকে নিয়ে তাদের কাছে হস্তান্তর করার চিন্তা করা হয়েছিল। তবে ছাত্র ইউনিয়ন নেতা শিমুলের হস্তক্ষেপের কারণে তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রক্টরিয়াল টিমের সদস্য আব্দুল্লাহ বলেন, ৬ তরুণ-তরুণীকে আটকের আমরা শাহবাগ থানার দিকে যাচ্ছিলাম। এ সময় ছাত্র ইউনিয়নের নেতা শিমুল কুম্ভকার আমাদের পথ আটকায়। এ সময় শিমুল আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া হয়।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn