ঢাকা-১৮ আসনের নাগরিক ভাবনার উপর দয়াল কুমার বড়ুয়ার একটি চমৎকার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৪ জুলাই) রাজধানী উত্তরার হবনব রেস্তোরাঁয় সমাজের বিশিষ্টজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সন্ধ্যা ৬ টায় শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়।
এতে উত্তরার কয়েকটি সেক্টরের প্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ, উত্তরা প্রেস ক্লাবের সভাপতিসহ নগরের বিশিষ্ট জন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা, আর এম জি, রিয়েল স্টেট বিষয়ক কনসালটেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উত্তরা ফ্রেন্ডস সোসাইটির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জি এম এমডি শামসুল হুদা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উত্তরা ফ্রেন্ডস সোসাইটির বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন খান,উত্তরা ১ নং সেক্টরের ১২ নং রোডের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল খালেক, উত্তরাস্থ চট্টগ্রাম সমিতির ট্রেজারার নাসির উদ্দীন, ১৪ নং সেক্টরের স্থায়ী বাসিন্দা এবং ইসলাম গ্রুপের সাধারণ ব্যবস্থাপক সমাজসেবক আমির খসরু রানা,
উত্তরা প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বেসরকারি বিশ্বিবদ্যালয়ের হেড অব ডিপার্টমেন্ট মাসুদ চৌধুরী, উত্তরা ৭ নং সেক্টরের বাসিন্দা এবং সরকারি কর্মকর্তা মানিক চৌধুরী।
মতবিনিময়ে বক্তব্যরা বলেন,ঢাকা -১৮ আসনে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দয়াল কুমার বড়ুয়া অন্যতম। বক্তারা বলেন, দল মত নির্বিশেষে রীতিমতো দয়াল কুমার বড়ুয়া সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় স্থান করে নিয়েছে। নম্র- ভদ্র , সু-শিক্ষায় শিক্ষিত মানুষ দয়াল কুমার বড়ুয়া। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার পক্ষে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সৎযোগ্য প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার দৃঢ সংকল্প করেন বক্তারা।
সমাপনী বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া নির্বাচনী এলাকার মানুষের যাতায়াত সমস্যা, জলাবদ্ধতা, মাদকাসক্তি নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঢাকা ১৮ এলাকা অথচ তুরাগ,উত্তরখান, দক্ষিণ খানে গেলে মনে হয় আমরা কোন গ্রাম এলাকায় বসবাস করছি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে এই ১৮ আসনকে একটি উন্নয়নের মডেল আসন হিসেবে উপস্থাপন করতে বদ্ধপরিকর আমি।
এই এলাকার মানুষের সুখ-দুঃখের অংশিদার হতে চান। শিক্ষা, সাংস্কৃতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করতে চান। সর্বোপরি নগরের বিশিষ্টজনদের সুপরামর্শে এলাকার উন্নয়নে ব্রত থাকার অঙ্গীকার করেন ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, দয়াল কুমার বড়ুয়া।