ঢাকা – সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ সুতাং এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
ঢাকা – সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সুতাং এলাকায় যাত্রীবাহী ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন । শুক্রবার (৩ জানুয়ারি ) দুপুরে উপজেলার নুরপুর ইউনিয়নে সুতাং ( মদনপুর) এলাকায় ঢাকা – সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসআই(নিঃ) ইব্রাহিম আকন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানান , একতা-সততা পরিবহন চাঁদপুর – কুমিল্লা – সিলেট – ছাতক এর একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ময়মনসিংহের উদ্দেশ্য যাচ্ছিল । পথিমধ্যে শায়েস্তাগঞ্জে সুতাং ( মদনপুর ) এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো – গ ৪২ – ৩৯২৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার টি দুমড়ে – মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উভয় গাড়ি থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে । পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয় । এদিকে যাত্রীবাহী বাসের হেলপার পা ভাঙা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক এ প্রতিনিধিকে জানান , গুরুত্ব আহত তিন জন যাত্রী কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি আরো জানান , দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং বাসটি উদ্ধার কাজ চলমান রয়েছে ।