
ঢাকা মহানগরীর মিরপুর বন্ধুসভা কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর অভিষেক ও শপথ গ্রহণ
৮ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার, মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে মিরপুর বন্ধুসভা নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান হয়। শপথ পড়িয়েছেন মাননীয় উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতেই একে অপরের সঙ্গে পরিচিত হন কমিটির সদস্যরা। এরপর বন্ধুসভার গঠনতন্ত্র অনুযায়ী কমিটির সবাই দাঁড়িয়ে মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া’র মুখে মুখে শপথ পাঠ করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। তিনি বলেন ভালো ভালো কাজের মাধ্যমে মিরপুর বন্ধুসভা’কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আসন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন নতুন কমিটির সভাপতি মুহাইমিনুর রহমান। এরপর গান পরিবেশন করেন নতুন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইশরাত জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ লিখন ও বন্ধু সাহিল মন্তাজ। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক যুবাইর বীন আহমদ।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মুহাইমিনুর রহমান, সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক যুবাইর বীন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশরাত জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ লিখন, সাংগঠনিক সম্পাদক অরুপ বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাশরুক মুক্তা, দপ্তর সম্পাদক মাসুরা আক্তার নদী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাসরিন আক্তার মনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহীত রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়াফ হাসান সাদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রায়হান ইসলাম রাসেল, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মাহবুল হাসান স্বাধীন, ম্যাগাজিন সম্পাদক জিনাত জাহান জেরিন, বইমেলা সম্পাদক কাইস বিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য রোমান শেখ নোমান, সুমন মল্লিক, সুবর্ণা সূত্র ধর, মুশফিকুর রহমান ও সাহিল মন্তাজ ও অন্যান্য সদস্যরা।