মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাসাবো ত্রিশরণ বৌদ্ধ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী

 

ঢাকার সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাসাবো ত্রিশরণ বৌদ্ধ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত প্রার্থনা,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ মে) বিকালে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিশরণ বৌদ্ধ পরিষদের সভাপতি হিরো বড়ুয়া এবং সাধারণ সম্পাদক ঈমন বড়ুয়া রিমন এর সঞ্চালনায় সভায় পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক অঞ্জন বড়ুয়া ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ মধ্যে দিয়ে নির্বাহী সভাপতি সূচন বড়ুয়া’র উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের অর্থ সম্পাদক প্রশান্ত বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিষদের সাবেক সভাপতি বাপ্পা বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মান্না বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক সুমেধ বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পার্থ বড়ুয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মিমু বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দর্পন মুৎসুদ্দি সানি,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিষেক বড়ুয়া। সভায় নতুন করে উপস্থিত হওয়ায় নিজ নিজ পরিচিতি উপস্থাপন করেন আদিত্য বড়ুয়া, উৎস বড়ুয়া, আদর বড়ুয়া, অধরা বড়ুয়া, পূজা বড়ুয়া।

উক্ত সভায় সাধারণ সম্পাদক পরিষদের গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গঠনতন্ত্র পাঠ ও অনুমোদন দেওয়া হয় উপস্থিত সকল সদস্যদের সন্মতি ক্রমে।৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn