ঢাকার বাসাবো সবুজবাগ ধর্মরাজি মহা বৌদ্ধ বিহারস্থ সংঘনায়ক শুদ্ধানন্দ সড়ক এর নামফলক উন্মোচন ও সড়ক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৩১ মে) সড়ক উদ্বোধন উপলক্ষে বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও নাগরিক সংবর্ধনাও দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কুষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড.ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি,ঢাকা রামকৃষ্ণ মিশন ও মঠ এর সহ সম্পাদক শ্রীশ্রী
শান্তিকরণ মহারাজ,বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি পি.আর বড়ুয়াসহ আরোও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পুরো আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।