
ঢাকার শহর
শাহানাজ পারভীন শিউলি
আষাঢ় মাসে মেঘলা কাশে
গুড়ুম গুড়ুম ডাকে,
ঢাকার শহর জনজাটে
সারা শরীর ধুঁকে।
চারিদিকে গরম হাওয়ায়
দেহ মনটা জ্বলে,
বাসায় ফিরে দেখে সবে
বিদ্যুৎ নাহি মিলে।
বড় বড় অট্টালিকায়
ছোট্ট ছোট্ট মন,
টাকা দিয়ে টাকা বানায়
কেউ চিনে না আপন জন।
ঢাকার শহর রাখে স্বরণ
কত রকম মানুষ ,
হরেক রকম বাত্তি জ্বালায়
নেশায় করে বেহুশ।
Post Views: ১১৬