শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ড. নুর হোসাইন সড়কের উদ্বোধন

গত ১ জুলাই ২০২৩ শনিবার বিকেল ৫ টায় কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমিরপুরে ড. মুহাম্মদ নুর হোসাইন সড়ক-এর শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। উপস্থিত ছিলেনএলাকার কৃতি সন্তান অস্ট্রলিয়ার ডিকেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সোহেলআজাদ, ফুলকলির জিএম জনাব এম. এ সবুর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি জনাব মাহমুদ হোসেন, ইউপিসদস্য ইলিয়াছ, জনাব এজহারমিয়া, হাফেজ ইসমাইল, মাও. ইকরামুল হক, জনাব রফিকআহমদ, আলহাজ সালেহ আহমদ প্রমুখ।
জনাব ফারুক চৌধুরীবলেন, আগামী কিছুদিনের মধ্যে কর্ণফুলী উপজেলায় আর কোনো কাঁচা সড়ক খুঁজে পাওয়া যাবেনা। বর্তমান সরকারের যোগাযোগ ও বিদ্যুাৎ ক্ষেত্রে প্রভূত উন্নয়নের কথা তুলেধরে তিনি বলেন, যে-কোনো দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নজরুরি। কর্ণফুলীর প্রায় সড়ক এখন পাকা হয়েছে। টানেলের সাথে যুক্ত সড়ক গুলোর উন্নয়ন ও সম্প্রসারণের চলমান কাজ সমাপ্ত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ বহুগুণ সহজতর ও দ্রুত হবে বলে তিনি মন্তব্য করেন। ড. নুর হোসাইন সড়কটির জন্য বরাদ্দ দেয়ায় মাননীয় ভূমিমন্ত্রী, জেলাপরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ড্রেইনসহ সড়কটি আরসিসি করে নির্মাণ করায় প্রায় ৪০০০ হাজার মানুষের চলাচল সুগম হয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn