
ডেবরায় পথসাথীতে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস
আজ ৬ই মার্চ বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পথসাথীতে উপস্থিত হলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলা একটা নাগাদ ঝাড়গ্রাম যাওয়ার পথে হঠাৎ করেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার পথসাথীতে হাজির হন।
প্রায় ১০ মিনিটের বেশি সময় ধরে পথসাথীতে তিনি উপস্থিত থাকেন।, কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর পথসাথীতে গরম জল নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। তবে তিনি বিকেলে আবার পথসাথীতে হাজির হবেন বলে জানা গিয়েছে।
পথসাথীর কর্মীরা জানান ওনাকে দেখে কিছুটা অসুস্থ বলে মনে হচ্ছিল , তবে তাদের এই পথসাথীতে রাজ্যপালের আগমনে অনেকটাই খুশি তারা, এমনটাই জানালেন পথের সাথীর নেতৃত্ব নমিতা খান সহ অন্যান্যরা, রাজ্যপাল জানান হঠাৎ করে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকেও খুশি এই রকম একটি অনুষ্ঠানে।
Post Views: ৪১