
সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল/২১৫৬ এমদাদুল গতকাল ২১ আগস্ট দুপুর ১৩.৫১ ঘটিকায় নগরের এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৮ আগস্ট তিনি শারীরিকভাবে অসুস্থ করলে তাঁকে চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামে প্রেরণ করা হয়। বিভাগীয় পুলিশ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ০৩ দিনের বিশ্রাম প্রদান করেন। চিকিৎসক কর্তৃক প্রদত্ত ০৩ (তিন) দিনের বিশ্রাম ভোগরত অবস্থায় ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় তিনি পুনরায় গত ২০ আগস্ট বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামে চিকিৎসকের শরাণাপন্ন হন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে পুনরায় বিশ্রাম প্রদান করেন। বিশ্রাম ভোগরত অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে এদিন রাতে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উক্ত হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২১ আগস্ট দুপুরে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।