শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৪

নগরীতে ডেঙ্গু আক্রান্ত মমতাজ বেগম নামে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৪ রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

ডেঙ্গুতে মারা যাওয়া মমতাজ বেগম নগরের কোতোয়ালী এলাকার বাসিন্দা।

তিনি গত ৯ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৬ আগস্ট তিনি মারা যান।

এর আগে বুধবারও একজনের মৃত্যুর খবর দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৮৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৭ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৭৯ জন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পরিষ্কার রাখা এবং জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn