বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ডুমুরিয়ায় নিসচা’র জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে অভিভাবক /শিক্ষার্থী সমাবেশ

ডুমুরিয়ায় নিসচা’র জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে অভিভাবক /শিক্ষার্থী সমাবেশ

 

খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পালন।

১৮-৫-২৫ রবিবার সকাল ১১টায় ডুমুরিয়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় নিসচা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহজাহান জমাদ্দারের সঞ্চালনায় জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে জীবনের জন্য সড়ক, প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে অভিভাবক এবং শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছ । এ সময় উপস্থিত রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবকগণ নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক প্রচারণা এবং সকলকে সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানান। বক্তার আরো বলেন রাষ্ট্রীয় এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়, তাই আমাদের সকলকে সড়ক দুর্ঘটনা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক এডিশনাল এসপি মোঃ কামরুল ইসলাম, নিসচা উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার, শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, অধ্যাপক আব্দুল হালিম ঢালী, শিক্ষক অলিয়ার রহমান,খুলনা জেলা টি আই ইমদাদুল হক, ট্রাফিক সার্জেন্ট আসাদ, নিসচা যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সদস্য শাহারুজ্জামান সবুজ, জুয়েল বিশ্বাস, আব্দুর রহমান বেপারী, খান মুজাহিদুল ইসলাম সেতু, স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn