শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ডিবি পরিচয়ে প্রতারণা : প্রতারক আটক

নেত্রকোনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার সময় তাপস বেগ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি।
৭ সেপ্টেম্বর রাতে জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপস বেগ কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নুরনবী বেগের ছেলে।
তাপস বেগ দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে প্রিতুল দেবনাথ নামের একজন অভিযোগকারীর দেওয়া তথ্যে জানা যায়, কথিত ডিবি পুলিশের এসআই হারানো একটি মোবাইল উদ্ধার করে দেওয়ার কথা বলে দুই হাজার টাকা নিয়ে তাকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসতে বলেন। এতে প্রিতুল দেবনাথের সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। অভিযোগ পেয়ে জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার তাপস বেগকে আটক করেন।
এসময় তার কাছ থেকে পুলিশের মনোগ্রামযুক্ত একটি চাবির রিং, তার পরনে থাকা পুলিশের ফুল প্যান্ট এবং অভিযোগকারীর দোকান থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাকিতে নেওয়া একটি স্যাম্ফনি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়।
নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, প্রতারক তাপস বেগ ডিবির এসআই পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় সাজাপ্রাপ্ত পয়োয়ানাসহ চারটি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn