বাংরাদেশে বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’
বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে একটি নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে।
তবে, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হবে।
গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।
Post Views: ৯৬