শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

 

জাতীয় মানবাধিকার সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক জরুরি সভা আজ ১৬ মে শুক্রবার সন্ধ্যায় নগরের দেওয়ানহাট এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ও মানবাধিকার নেতা মো হাসান মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের উত্তর দক্ষিণ মহানগর সহ সভাপতি, চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবী মো নজরুল ইসলাম মিয়াজি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো : নুরুল হুদা চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদল চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ।

সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমরান, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়জী, মো আকতার হোসেন শাকিল, লিয়াকত হোসেন লিমন, মো দিদারুল আলম, মো ইমরান হোসেন, জাহেদ রানা আবু, মো ইরফানুল ইসলাম, মো সালমান রশিদ অভি, আব্দুল আজিজ, নুরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘিত হলে মানবাধিকার কর্মীরা ঘরে বসে থাকতে পারে না তাই মানবাধিকার যেখানে লঙ্ঘিত হবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। সকলকে মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে মানবিক মানুষ হিসেবে এগিয়ে আসতে হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn