
আনন্দ বার্তা ডেস্ক :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের
অধীনে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত “Urban community Volunteer” হিসেবে স্বীকৃতি প্রদান স্বরূপ সনদ অর্জন করেন হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা থেকে এবং “International Youth Change Mekar” চট্টগ্রাম জেলা টিমের সম্মানিত টিম লিডার ডা. মোহাম্মদ মহিন উদ্দিন লিটন।
এরই সাথে জাতীয় দুর্যোগে একজন উদ্ধারকারী, অনুসন্ধানকারী ও ফাস্ট-এইডার হিসেবে দেশ সেবায় নিয়োজিত রাখার জন্য তিনি আইডি কার্ড গ্রহণ করেন।ডা.মোহাম্মদ মহিউদ্দিন লিটনের বাড়ি হাটহাজারী উপজেলার মন্দাকিনী গ্রামে।
গত বৃহস্পতিবার আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উপস্থিত থেকে লিটন সনদ গ্রহন করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম ‘র সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক পানি ও বিদ্যুৎ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় উপ সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভাগীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইপসার মনিটরিং ও ইভালুয়েশন অফিসার সৈয়দ মোহন উদ্দিন, বাংলাদেশ ইয়ূথ অফ এলায়েন্স সদস্য সচিব ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয়, যুগ্ন সদস্য সচিব জিকু চৌধুরী।