ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সারা দেশে অস্বাভাবিকভাবে বেড়েছে ডাবের দাম। আকারভেদে একটি ডাব বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত। এরইমধ্যে বিভিন্ন স্থানে অভিযানে নেমে জরিমানাসহ ব্যবসায়ীদের সতর্ক করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেঁধে দেয়া হয় বিক্রয় মূল্য।