শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ডব্লিউটিও’কে অনুসরণের আহ্বান এফবিসিসিআই’র

ব্যবসা পরিচালনার ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কমপ্লায়েন্সের সঙ্গে সমন্বয় করে দেশে ভ্যাট, ট্যাক্স এবং ইউটিলিটি চার্জ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
৭ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
এসময় স্থানীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, কাঁচামাল এবং প্রযুক্তি সহজলভ্যকরণ, লজিসটিক্স এবং বন্দর ব্যবস্থাপনা আধুনিকীকরণ, অভ্যন্তরীণ খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতসহ সবধরনের নীতিগত এবং কারিগরী সহযোগিতা আরও বাড়াতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
টেকসই শিল্প সম্প্রসারণে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বেসরকারি খাতের মধ্যে সংযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন এফবিসিসিআই সভাপতি।
সৌজন্য সাক্ষাতকালে আন্তর্জাতিক মানের ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপন, পূর্বাচলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ, পুরান ঢাকায় এফবিসিসিআই কার্যালয় চালু, বিভাগীয় চেম্বারগুলোর জন্য আলাদা ডেস্ক চালু, ডিজিটাল প্ল্যাটফর্মে চেম্বার, অ্যাসোসিয়েশনসহ সব সদস্যের সংযুক্ত করাসহ এফবিসিসিআই‘র ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।
এসময় এফবিসিসিআই‘র সহসভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), যশোদা জীবন দেবনাথসহ পরিচালকরা বক্তব্য রাখেন।
দেশের ব্যবসা-বাণিজ্যকে গতিশীল এবং সহজীকরণে আন্তঃবাণিজ্য নীতিমালা প্রণয়ন, পর্যটন খাতের বিকাশে প্রয়োজনীয় নীতি সহায়তা দেয়া, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, দেশে ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া, আইসিটি পণ্য আমাদানিতে শুল্কহ্রাস, ব্যবসায়ীদের ব্যাংক হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, এনবিআরের কর ব্যবস্থাপনাকে অটোমেশন করাসহ বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন তারা।
এদিকে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করতে বেসরকারি খাতের সঙ্গে সরকার আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, কোভিডের ধাক্কা কাটিয়ে আমাদের অর্থনীতি ভালোভাবেই অগ্রসর হচ্ছিল। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে সারা পৃথিবীর মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় রাখতে এরইমধ্যে বেশকিছু পরিকল্পনা নেয়া হয়েছে। যেখানে বেসরকারি খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn