
ডক্টর ঘোষ সাইন্স এন্ড টেকনোলজিতে বিনা খরচে প্রশিক্ষণ নিচ্ছেন আড়াই’শ শিক্ষার্থী
বিশ্ববিখ্যাত পানি ও পরিবেশ বিজ্ঞানী ড.রাসবিহারী ঘোষের হাতে গড়ে ওঠা ডক্টর ঘোষ সাইন্স এন্ড টেকনোলজিতে প্রতি বছরেই বিনা খরচে প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় আড়াই’শ শিক্ষার্থী ।
ড.রাস বিহারী ঘোষ জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার আলো ছড়াচাচ্ছেন। তিনি অসহায় এবং গরীব শিক্ষার্থীদের বিশেষভাবে সহযোগিতা করেন। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
ড.রাস বিহারী ঘোষ ২০২০ খ্রি: কিশোরগঞ্জের বাজিতপুরের ওসমানপুর গ্রামে নিজ বাড়িতেই ডক্টর ঘোষ সাইন্স এন্ড টেকনোলজি নামে একটি প্রতিষ্টান তৈরি করেনে।
বর্তমানে শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষন, সেলাই মেশিন চালানো, বেসিক ইংরেজি, পরিবেশ বিজ্ঞান এবং হাইড্রোফ্লামিং সহ বেশ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারচ্ছেন।
প্রতি বছর এখান থেকে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।
এ ব্যাপারে ডক্টর ঘোষ সাইন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের ইনচার্জ (ভারপ্রাপ্ত) শুভম চন্দ্র দাস বলেন,আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি,বিশেষত শিক্ষার প্রসার এবং কর্মমুখী কাজের মাধ্যমে স্হানীয় ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষন এবং বেকারত্ব দূরীকরনে কাজ করছি। আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন গণ মানুষের কবি অধ্যাপক কবি মো: ওয়াহিদুজ্জামান , হাফছা জাহান প্রিয়া, দূর্জয় চক্রবর্তী, জয় বিশ্বাস সহ এলকার অনকেই সহযোগিতা করছেন।