সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে
জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

 

মারপিট ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম সুজননের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ২৭ নভেম্বর বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ বলেন, বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির মামলায় ৩ দিনের রিমান্ড আবেদনসহ সাবেক এমপি সুজনকে আদালতে হাজির করা হয়। এরপর আসামী পরে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপ তার বিরোধিতা করেন। উভয় পরে শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সাবেক এমপি সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, এ মামলায় সব আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চয়েছে, তাই নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত রিমান্ড বাতিল করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় অধিকারী বলেন, হত্যা চেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ এনে সাবেক এমপি সুজনসহ ২৯ জন এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn