শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে গরু-মহিষের ঐতিহ্যবাহী হাল চাষ 

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে গরু-মহিষের ঐতিহ্যবাহী হাল চাষ

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এক সময় গরু-মহিষ দিয়ে হাল চাষ ছিল গ্রামীণ কৃষির অপরিহার্য অংশ। মাঠে গরু-মহিষে টানা লাঙল, কৃষকের ঘামে ভেজা শরীর আর ঘণ্টার শব্দ ছিল চিরচেনা দৃশ্য। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে সেই দৃশ্য এখন অতীত। ট্রাক্টর ও পাওয়ার টিলার দখল করে নিয়েছে চাষের মাঠ।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের প্রবীণ কৃষক আব্দুল হালিম বলেন, আমার বাবা-চাচারা গরু দিয়ে চাষ করতেন, আমি তাদের কাছেই শিখেছি। এখন আমার ছেলে ট্রাক্টর ভাড়া করে। আরেক প্রবীণ কৃষক জানান, আগে হাল চাষ ছিল উৎসব, এখন তা শুধুই স্মৃতি। তরুণরা বলছেন, গরু-মহিষ পালন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, তাই তারা যান্ত্রিক পদ্ধতিকে বেছে নিচ্ছেন। ঠাকুরগাঁও কৃষি অফিস জানায়, বর্তমানে কৃষিতে যান্ত্রিকীকরণের হার প্রায় ৯৯% । ফলে ঐতিহ্যবাহী হাল চাষ বিলুপ্তির পথে। তবে কিছু গবেষক ও সংস্কৃতিসচেতন মহল মনে করেন, গরু-মহিষের হাল চাষ শুধু কৃষিপদ্ধতি নয়, এটি আমাদের সংস্কৃতি ও শিকড়ের অংশ। তারা চান, সরকার প্রদর্শনী, মেলা ও শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণ করুক। স্থানীয় কৃষি কর্মকর্তারাও বলেন, প্রযুক্তি কৃষিতে গতি আনলেও ঐতিহ্যগত কৃষিপদ্ধতি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। ঠাকুরগাঁওয়ের যাদুঘরে এই ঐতিহ্য সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তা জানতে ও অনুভব করতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn