শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ৩৯ মামলা 

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ৩৯ মামলা

 

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ৩৯ মামলা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় তারা মোটরসাইকেল, প্রাইভেটকার ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেছে। অভিযানে হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়ির কাগজ পত্র ও ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও ৩৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আবু বক্করের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও ছিলেন। সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল ১১টায় শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু করে সত্যপীর ব্রিজ, পল্লী বিদ্যুৎ, আটগ্যালারি, রোড সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করছে। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজার বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযানের অংশ হিসেবে আমরা সঙ্গে এসেছি। তারা গাড়ি থামিয়ে অবৈধ কোনও কিছু আছে কিনা এসব বিষয়ে তল্লাশি করছে। পাশাপাশি যেসব যানবাহন কাগজপত্র, চালকের লাইসেন্স কিংবা ট্রাফিক আইনের কোনও ত্রুটি রয়েছে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের বিষয়ে ওয়ারেন্ট অফিসার আবু বক্কর বলেন, কোরবানি ঈদ সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তায় পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। এছাড়াও চুরি, ছিনতাই ও ডাকাতি সহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
অন্যদিকে, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গবাদিপশুর হাটগুলোতেও অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn