সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে রুহিয়ার ঘুরনগাছ থেকে পূর্ব কুজিশহর পর্যন্ত রাস্তায় খানাখন্দ 

ঠাকুরগাঁওয়ে রুহিয়ার ঘুরনগাছ থেকে পূর্ব কুজিশহর পর্যন্ত রাস্তায় খানাখন্দ

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার অন্তর্গত ১নং– রুহিয়া ইউনিয়নের ঘুরনগাছ থেকে পূর্ব কুজিশহর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাজুড়ে অসংখ্য খানাখন্দের কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, পথচারী ও যানবাহনের চালকেরা। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ রুহিয়া বাজার, হাসপাতাল, বিদ্যালয়, থানা ও অন্যান্য প্রয়োজনীয় স্থানে যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকা থাকলেও কোনো ধরনের মেরামত বা উন্নয়ন কার্যক্রম না হওয়ায় বর্তমানে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খানাখন্দের কারণে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা বদরুদ্দোজা, হারুন-অর-রশিদ, হুমায়ুন কবির ও তাহেরা খাতুন জানান, “রাস্তাটি পাকাকরণ হওয়ার পর দীর্ঘ সময় ধরে কোনো সংস্কার হয়নি। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষ বিপাকে পড়ছে। কখনও মোটরসাইকেল উল্টে যায়, কখনও রিকশা উল্টে পড়ে। এটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।” স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হলে তারা ভোগান্তি থেকে মুক্তি পাবেন এবং নিরাপদে চলাচল করতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ১নং –রুহিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, “আসলেই ঘুরনগাছ থেকে পূর্ব কুজিশহর পর্যন্ত রাস্তাটির অবস্থা বেহাল। আমরা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। আশা করছি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn