শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক — ২ জন 

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক — ২ জন

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় একটি গোডাউন থেকে প্রায় ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। ঈদ উপলক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে দুস্থ ও গরিব মানুষের মাঝে ১০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বরাদ্দ করেছে খাদ্য মন্ত্রণালয়। সরকারের বরাদ্দ এই চাল নিয়ে বিভিন্ন জায়গায় কারসাজির অভিযোগ পাওয়া যাচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেবু লালের হাস্কিং মিলের গোডাউনে অভিযান চালিয়ে এ চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রানীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, আসামিদেরকে এদিনই রাত ৯টায় ঠাকুরগাঁও জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn