বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার 

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

 

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। ১৫ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার মৃত জসিম উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৪৮) কে গ্রেফতার করে। অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ থানাধীন এলাকা থেকে সাইফুল ইসলামের ছেলে রায়হানুল (৩৫), রাণীশংকৈল থানা পুলিশ কানীগাঁও নয়াবন্দর গ্রামের মো: জিয়ারত আলীর ছেলে মো: আব্দুল মালেক (৫০), হরিপুর থানা পুলিশ থানাধীন রামপুর ভাতুরিয়া গ্রামের হালিম উদ্দিনের ছেলে আজম (২৫) ও একই গ্রামের শহিদুল ইসরামের ছেলে জুয়েল রানা (২৩) কে গ্রেফতার করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৫ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn