সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে নিশ্চিন্তপুরে ওএমএস ডিলার পয়েন্টে মারপিটের ঘটনার বর্ণনা দিলেন স্থানীয়রা 

ঠাকুরগাঁওয়ে নিশ্চিন্তপুরে ওএমএস ডিলার পয়েন্টে মারপিটের ঘটনার বর্ণনা দিলেন স্থানীয়রা

 

পৌর শহরের নিশ্চিন্তপুরে ওএমএস ডিলার পয়েন্টে মারপিটের ঘটনার বিষয়ে বর্ননা দিলেন ডিলারের মনোনীত প্রতিনিধি ও স্থানীয় নারী-পুরুষেরা। ৩ জুন মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল মূল ফটকের সামনে ডিলার পয়েন্টে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
স্থানীয় বাসিন্দা ও চাল এবং আটা নিতে আসা রিনা বেগম, ফাতেমা বেগম, মরিয়ম, রিয়া আক্তার, জিল্লুর রহমান, ফজলুর রহমানসহ স্থানীয় মানুষজন জানান, দীর্ঘদিন ধরে এ ডিলার পয়েন্টে আশ পাশের এলাকার মানুষজন ভালোভাবে চাল ও আটা সংগ্রহ করে আসছে, কোন সমস্যা হয়নি। তবে সোমবার একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে, সেখানে দেখা যায়, পাশের এলাকার অজ্ঞাত এক দম্পত্তি ২ জনই এখানে চাল ও আটা সংগ্রহ করতে আসে। প্রতিদিনের ন্যয় ঐ দিনও খুব সকালেই মানুষজন উপস্থিত হয়ে লাইনে দাড়ায়। কিন্তু ঐ দম্পত্তির মধ্যে পুরুষ মানুষটি পন্য সংগ্রহ করে। পরক্ষণেই তার স্ত্রীকে লাইন ভেঙ্গে চাল-আটা নিতে চাপ প্রয়োগ করলে ডিলারের মনোনীত প্রতিনিধি মো: মানিক বাধা দেন। ঐ দম্পত্তিকের মধ্যে যেহেতু একজন পন্য নিয়েছেন সেক্ষেত্রে স্ত্রীকে অন্যদিন পন্য নিতে বলেন। কিন্তু ঐ দম্পত্তি তৎক্ষনাৎ মানিককে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে পুরুষ মানুষটির কথ সহ্য করতে না পেরে মেজাজ হারিয়ে তাকে ধাওয়া দেন মো: মানিক। এ সময় ঐ ব্যক্তির স্ত্রী মো: মানিককে পেছন থেকে ধাক্কাধাক্কি ও মারপিট করতে গেলে তাকেও মারপিট করা হয়। এ সময় ঐ মহিলার স্বামী পাশের বাড়ির ভেতর থেকে লাঠি এনে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করলে, উপস্থিত মানুষজন উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। কিন্তু পরক্ষেই লক্ষ্য করা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনাকে পাশ কাটিয়ে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পরে। সেখানে শুধু মো: মানিককে মারপিট করতে দেখা যায়। ডিলার পয়েন্টটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে খবরটি জানতে পেরে স্থানীয়রা ক্ষোভ প্রকশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ স্থানেই ডিলার পয়েন্টটি রাখার জোর দাবি জানান। ঘটনার প্রতিবাদ জানিয়ে ডিলারের প্রতিনিধি মো: মানিক বলেন, গতকালকের অনাকাঙ্খিত ঘটনায় আমারও দোষ থাকতে পারে কিন্তু পুরো ঘটনা না দেখিয়ে শুধু কয়েক সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে, যেটা দু:খজনক। আমার দোষ হলে আমারও বিচার হবে। তবে ঐ দম্পত্তি প্রায় এই পয়েন্টে এসে চাল-আটা সংগ্রহ করে। ঐ দিন হয়তো পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে তারা। এখানে সুষ্ঠুভাবে সবকিছু পরিচালনা হয়, কখনও কোন সমস্যা হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn