রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে জমির বিরোধের জেরে সংঘর্ষ, আদিবাসী নিহত !

ঠাকুরগাঁওয়ে জমির বিরোধের জেরে সংঘর্ষ, আদিবাসী নিহত !

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বাঙালিদের সঙ্গে সংঘর্ষে এক আদিবাসী নিহত হয়েছেন । এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন । হরিপুর থানার ওসি মো. শরিফুল ইসলাম শরীফ বলেন, ২৭ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কানদন সরেন (৬০) হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষিরাম হাসদা, শনিরাম হাসদা, পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো. শফি, ইসমাইল। অন্যদের নাম জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শরিফুল ইসলাম বলেন, “দীর্ঘ ৫০ বছর ধরে হরিপুর উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী ও স্থানীয় বাঙালিদের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ আছে।
২৭ নভেম্বর বুধবার দুপুরে আদিবাসী সম্প্রদায়ের লোকজন ঐ বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করছিলেন। এতে স্থানীয় ভূমিহীনরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন দুপক্ষের সংঘর্ষে কানদন সরেন ঘটনাস্থলে নিহত হন । উভয় পক্ষের ২০ জনের মত আহত হন।”
একই কথা বলেছেন ডাঙ্গীপাড়া ইউপির চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী। ওসি শরিফুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn