বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে চার দফা দাবী আদায়ে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ে চার দফা দাবী আদায়ে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

 

ঔষুধ ব্যবসায়িদের ৪ দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পক্ষ থেকে মানববন্ধন পালন করা হয়। ২২ মে বৃহস্পতিবার শহরের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, কার্যনির্বাহী সদস্য হায়দার আলী, সিনিয়র ঔষধ ব্যবসায়ী ও সদস্য কামরুল হাসান, আইয়ুব আলী প্রমুখ। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন সদস্যগণ অংশ নেন। সঞ্চালনা করেন ইমরান আলী। বক্তারা ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত, প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করার দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn