শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে কৃষিতে পুরস্কারপ্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি !

ঠাকুরগাঁওয়ে কৃষিতে পুরস্কারপ্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি !

 

ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মাইনুল ইসলাম পারভেজ। ৬ বছরের অধিক সময় ধরে ফল চাষের সাথে জড়িত তিনি । ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার বু্ড়ি ব্যারেজ সংলগ্ন দুই একর জমি লীজ নিয়ে শুরু করেন পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ। ফল চাষে সফলতার পাশাপাশি এটিএন নিউজ থেকে জাতীয় পর্যায়ে সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হোন তিনি ৷ লিজের কাগজপত্র অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করতে পারবেন উদ্যোক্তা পারভেজ৷ তবে কোন ধরনের কারণ ছাড়াই গত ৩০ জানুয়ারি বাগানের সব ফল গাছ কেটে ফেলেছেন জমির মালিক আখতারুজ্জামান। এ ঘটনায় ৬২ লাখ ৮০ হাজার টাকার গাছ ও ফলের ক্ষয়ক্ষতি দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন উদ্যোক্তা পারভেজ৷ উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ বলেন, গত ৩০ জানুয়ারি গভীর রাতে আমার লিজ নেওয়া ফল বাগানে জমির মালিকের নেতৃত্বে হামলা চালিয়ে ২৭০টি আপেল কুল, ২০০টি মাল্টা, ১০০টি কমলা ও ১,৮০০টি পেয়ারা গাছ কেটে ফেলে। এমন কাজের মাধমে আমাকে সর্বশান্ত করে ফেলা হয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর কোন শক্তি রইলো না। পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হলে ১ জানুয়ারি ২০২৪ তারিখে নতুন চুক্তি সম্পাদন করি। আবার ফল বাগানের পরিচর্যা শুরু করি। গত বছরের ১৬ ফেব্রুয়ারী জমির লীজ মূল্য হিসেবে ৯৪ হাজার টাকা জমির মালিককে দেই। সেই সাথে চুক্তি অনুযায়ী ২০২৫ সালে ৯৪ হাজার ও ২০২৬ সালে ৯৪ হাজার টাকা দিতে হবে। কোন কারন না জানিয়ে বাগানে ফলনে ঈর্ষান্বিত হয়ে বাগানের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন তিনি। আমি আইনের আশ্রয় নিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি জমির মালিক আখতারুজ্জামান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn