ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বগুড়া সদরে । এতে ২ যাত্রী নিহত হয়েছেন , আহত হয়েছেন অটোরিকশাচালকসহ ২ জন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার গাবতলি-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৬০)। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন, অটোরিকশাচালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও যাত্রী পলাশ মাহামুদ (২৩)। পলাশ সেনা সদস্য।