মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ফরিদ উজ্জামান রিফাত (২২) নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই উপজেলার আগিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তায় ফেলে রাখা বালুর স্তুপের পাশ কাটিয়ে সিএনজিটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজিতে তিন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ উজ্জামান রিফাতকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn