টেকাকাশিপুর চলন্তিকা যুব সংঘের আয়োজনে গুনাগারকটি চ্যাম্পিয়ান
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাটাকাটি ইউনিয়নের টেকাকাশিপুর চলন্তিকা যুব সংঘের উদ্যোগে মরহুম রজব আলী মোড়ল ও মরহুম রহমত আলী সানার স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গণনা কাটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উত্তেজনাপূর্ণ এই খেলায় গুনাকরকাটি ফুটবল একাদশ টাইব্রেকারে ৩:২ গোলে তেতুলিয়া স্মরণিকা যুব সংঘ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলা ১:১ গোলে সমতা অবস্থায় শেষ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তালেব সানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদাকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ রমজান আলী মোড়ল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মালেক সানা, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ সাইদ সানা, বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ সোহরাব হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ লতিফ আলি গাজী, মোঃ শহীদুল ইসলাম (খোকন), গোলাম মোস্তফা সরদার, মোঃ আবু বকর সানা, শফিউল ইসলাম সানা (কারী), মোঃ করিম সানা, মিন্টু সানা, সালাম মোড়ল, আসিফ ইকবাল, রানা আহমেদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত খেলায় ধারাবিবরণী প্রদান করেন ধারাভাষ্যকার আশরাফ হোসেন সাতক্ষীরা।চলন্তিকা যুব সংঘের তরুণরা অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সাথে খেলার আয়োজন সম্পন্ন করে। খেলার প্রধান পৃষ্ঠপোষক খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ ফিরোজ আহমেদ ভার্চুয়ালি বলেন যে সমস্ত তরুণদের হাত ধরে আজকের এই খেলাটি শুরু সম্পন্ন হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই ওআমি অনেক কৃতজ্ঞ। তোমাদের হাত ধরে আবার আমাদের এলাকায় খেলাধুলার পরিবেশ ফিরে আসুক। উপস্থিত সকল দর্শক, খেলোয়াড় এবং অতিথিদের প্রতি ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি ও উৎসাহ এই আয়োজনকে সফল ও উপভোগ্য করে তুলেছে।