বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

টেকসই বন্যা প্রতিরক্ষা ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আমরা ফেনীবাসীর নাগরিক সমাবেশ

টেকসই বন্যা প্রতিরক্ষা ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আমরা ফেনীবাসীর নাগরিক সমাবেশ

টেকসই বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা,মেডিকেল কলেজ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাবেশ করেছে ফেনীর অন্যতম সংগঠন ‘আমরা ফেনীবাসী।১০ই মে ফেনী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম ও চলতি বছরের বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতির তথ্য উপস্থাপন করা হয়।নাগরিকদের পক্ষ থেকে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ,একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং দেশের চিকেন নেক খ্যাত এই গুরুত্বপূর্ণ জনপদকে নিরাপত্তা দিতে সেনা বিগ্রেড স্থাপনের দাবি জানানো হয়।এছাড়াও বক্তারা ২০২৪ সালের বন্যায় ধ্বংস হওয়া মুসাপুর ক্লোজার দ্রুত পূননির্মাণের দাবি তুলে ধরেন, যাতে করে দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতি থেকে ফেনীবাসী মুক্তি পায়।সমাবেশে বিভিন্ন নাগরিক সংগঠনের পাশাপাশি বিএনপি,জামায়াত,এনসিপি,ইসলামী আন্দোলন,খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn