শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

টেকনাফ বিজিবি’র পৃথক অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক -১

টেকনাফ বিজিবি’র পৃথক অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক -১

কক্সবাজার টেকনাফ ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে তুলাতুলি নামক এলাকায় বিওপির একটি টহলদল প্রেরণ করা হয়। সংবাদ অনুযায়ী সন্দেহজনক বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে তল্লাশী কার্যক্রম চালানোর এক পর্যায়ে আনুমানিক ১৮১০ ঘটিকায় দক্ষিণ পাশে একটি সদ্য প্রস্তুতকৃত গর্তের সন্ধ্যান মেলে। চিহ্নিত স্থানটি খনন করলে মাদক ভর্তি একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর (বিশেষভাবে মোড়কজাত) হতে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এলাকাটি ঘিরে রেখে সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদ চলমান। এছাড়া, ইয়াবা পাচারের সাথে জড়িত ব্যক্তিদের খোঁজে অভিযান চলমান রয়েছে।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারীরা মায়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে পারে। উক্ত তথ্য পর্যালোচনা করে অদ্য ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ হ্নীলা বিওপির একটি নিয়মিত টহলদল বিআরএম-১৩ হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ উত্তর-পূর্বে অবরাং এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল। টহল পরিচালনার এক পর্যায়ে আনুমানিক ১৮৩০ ঘটিকায় টহলদল নাফ নদীর কিনারায় পরিত্যাক্ত অবস্থায় বিশেষভাবে মোড়কজাত একটি প্যাকেটের ভিতর হতে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবা পাচারের সাথে জড়িত ব্যক্তিদের খোঁজে অভিযান চলমান রয়েছে।

২৩ জানুয়ারি ২০২৫ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্টের একটি টহলদল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক ১৯৪০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্য দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর এক পর্যায়ে উক্ত যাত্রীর ডান পায়ের সাথে ফিটিং অবস্থায় ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর নিকট হতে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। *ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ*

(১) মোঃ সেলিম উদ্দিন (৩০), পিতা-মৃত আব্দুল হক, গ্রাম-কাটাবনিয়া, পোস্ট-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

২। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn