রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

টেকনাফে মালয়েশিয়া পাচারের নামে ‘জিম্মি করে মুক্তিপণ আদায়কালে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফে মালয়েশিয়া পাচারের নামে ‘জিম্মি করে মুক্তিপণ আদায়কালে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার

 

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শনিবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় এ অভিযান চালানো হয়।

তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।

উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গিয়াস উদ্দিন জানান, শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করে জিম্মি জোরপূর্বক মুক্তিপণ আদায়ের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন দৌড়ে পালানোরী চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিলেও পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়নি।

পরে স্থানীয় বাসিন্দা জনৈক সাইফুল ইসলামের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

ওসি বলেন, উদ্ধার হওয়ারা জানিয়েছেন, দালাল চক্রের লোকজন মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের জড়ো করেছিল। পরে তাদের জিম্মি করে দালালরা মুক্তিপণ আদায় করছিল।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চালাচ্ছে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn