সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

কক্সবাজার  টেকনাফ সীমান্ত উপজেলা টেকনাফে বস্তাবর্তী ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে গোপন সংবাদে  বিশেষ অভিযান চালিয়ে টেকনাফের চালিয়াতলী ব্রীজ সংলগ্ন এলাকা হতে ইয়াবাগুলো উদ্ধার করে।

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন লে: কমান্ডার সালাহউদ্দিন তানভীর রশিদ তানভীর (এক্স), বিএন) জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল পৌনে নয়টারদিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের চালিয়াতলী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ওই এলাকা হতে ১ টি বস্তায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কোন পাচারকারীকে না পাওয়ায় ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরো জানান- জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পাচারকারীদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn