শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

টেকনাফে জি-৩ রাইফেল ও ১টি কিরিচ বোঝাই সাম্পান নৌকা উদ্ধার

টেকনাফে জি-৩ রাইফেল ও ১টি কিরিচ বোঝাই সাম্পান নৌকা উদ্ধার

কক্সবাজার টেকনাফ ২০ জানুয়ারি ২০২৫ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ খুরেরমুখ চেকপোস্টের বিশেষ টহলদল খুরেরমুখ চেকপোস্ট হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ উত্তর দিকে মিঠাপানিরছড়া নামক এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল। অদ্য আনুমানিক ২০৩০ ঘটিকায়, বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া নামক এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহল দলের গোচরিভূত হয়। এসময়, বিশেষ টহলদল সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য অগ্রসর  হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি রাতের আঁধারে পালিয়ে যায়। পরবর্তীতে, এলাকাটি ঘিরে রেখে অপরাধীদেরকে ধরতে তল্লাশী কার্যক্রম চালানোর সময় পরিত্যাক্ত নৌকাটির ভিতরে লুকিয়ে রাখা বস্তার ভিতরে ১টি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়াও, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহণের দায়ে বর্ণিত সাম্পান নৌকাটিও জব্দ করা হয়। পরবর্তীতে, উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

২। উদ্ধারকৃত মালিকবিহীন সাম্পান নৌকা টেকনাফ শুল্ক গুদামে এবং  টেকনাফ মডেল থানায়  আলামত হিসেবে কিরিচ এবং জি-৩ রাইফেলটি জমা করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn